আমাদের সেবা

আমাদের সেবা
বাংলাদেশ বেতারের কার্যক্রমের লক্ষ্য:
ক্স    শ্রোতাদের বস্তুনিষ্ঠু তথ্য প্রদানে জনগণের জীবনমান উন্নীতকরণের জন্য শিক্ষা দান        এবং নিজস্ব ঐতিহ্যের ধারাবাহিকতায় সংস্কৃতি চর্চার মাধ্যমে বিনোদন দেয়া;
ক্স    সরকারের নীতি, কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে শ্রোতাদের অবহিত করা ও জাতীয় উন্নয়ন কার্যক্রম ত্বরাম্বিত করতে জনসাধারণকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে তাদের এতে সম্পৃক্ত করা;
ক্স    নৈতিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ উন্নত করা এবং দায়িত্ববোধ সম্পর্কে সচেতন করার মাধ্যমে জনসাধারণের আচরণের ইতিবাচক পরিবর্তন সাধন করা;
ক্স    জাতীয় জনগুর”ত্বপূর্ণ সকল বিষয়ে প্রচারভিযান পরিচালনা করা;
ক্স    জনগণের মতামত ও চিন্তা ভাবনা অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরে সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন রচনা করা।


বাংলাদেশ বেতারের সেবাগ্রহীতা:

ক্স    শিক্ষিত-নিরক্ষর নির্বিশেষে সকল বয়সের, পেশার ও শ্রেণীর শ্রোতাগোষ্ঠী;
ক্স    বেতার অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পী, কলা-কুশলী, বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিক, বৈজ্ঞানিক, চিকিৎসক, ধর্মীয় নেতা, পেশাজীবিসহ যারা বিভিন্নভাবে বেতার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ও করতে চান;
ক্স    সরকারের সকল মন্ত্রণালয়/বিভাগ, আধা-সরকারী, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থাসমূহ, বেসরকারী প্রতিষ্ঠান, ক্রীড়া সংস্থা, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনসমূহ;
ক্স    বিভিন্ন পণ্যের উৎপাদক, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, ব্যবসায়ীগণ এবং তাঁদের এজেন্ট, যাঁরা সার্ভিস ও পণ্যের বিজ্ঞাপন প্রদান করে থাকেন বা করতে চান;
ক্স    ব্যবসায়ী যাঁরা বেতারের সকল প্রকার যন্ত্রপাতি, সরঞ্জাম ও অন্যান্য দ্রব্যাদি সরবরাহ করে থাকেন।



যে সকল বিষয়ে শ্রোতারা বেতারে শুনতে পান(প্রচার কার্যক্রমের ক্ষেত্রসমূহ)

(ক) সংবাদ, সংবাদ পরিক্রমা এবং সংবাদ পর্যালোচনা    
(খ) জাতির উদ্দেশ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী/প্রধান উপদেষ্টার ভাষণ, গুরুত্বপূর্ণ জাতীয় অনুষ্ঠান সরাসরি সম্প্রচার।
(গ) কৃষি, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ, মৎস্য ও পশু সম্পদ সংরক্ষণ, বার্ড  ফু প্রতিরোধ।
(ঘ) মা ও শিশু স্বাস্থ্য এবং পুষ্টি, জনসংখ্যা নিয়ন্ত্রণ, প্রজনন স্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব,  এইচ.আই.ভি/এইডস্ প্রতিরোধ, স্যানিটেশন দারিদ্র্য বিমোচন কর্মসূচি।
(ঙ) সুশাসন, দুনীর্তি দমন ও প্রতিরোধ, ভেজাল প্রতিরোধ, ধর্মীয় মূল্যবোধ, সংস্কার ও উন্নয়ন, মানব সম্পদের সদ্ব্যবহার, বিদ্যুৎ-পানি ও গ্যাসের অপচয়রোধ, নির্বাচনে অংশগ্রহণের জন্য জনগণকে সচেতন করা।     
(চ) আর্থ-সামাজিক বিষয়সমূহ, ব্যবসা-বাণিজ্যে, কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান, ক্ষুদ্র ও মাঝারী শিল্পোদ্যোগ, আয় বর্ধনমূলক কর্মকান্ড, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড প্রচার।
(ছ) যুব উন্নয়ন, খেলাধুলা, সাংস্কৃতিক বিষয়সমূহ প্রতিবন্ধী কল্যাণ, প্রবীণদের কল্যাণ।     
(জ)দুর্যোগ ব্যবস্থাপনা, আবহাওয়া বার্তা, বিশেষ আবহাওয়া বার্তা, দুর্যোগপূর্ব সতর্কীকরণ ও প্রস্তুতি এবং করণীয়।
(ঝ) শিক্ষা, গণশিক্ষা, নারী শিক্ষা, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা।     
(ঞ) শিশু ও নারী উন্নয়ন  এবং অধিকার, নারীর ক্ষমতায়ন, নারী ও শিশু পাচাররোধ, হারানো বিজ্ঞপ্তি, পারিবারিক মূল্যবোধ, বাল্যবিবাহ রোধ, যৌতুক প্রতিরোধ।
(ট) তথ্য প্রযুক্তি ও শিক্ষামূলক অনুষ্ঠান।    
(ঠ) ধর্মীয় অনুষ্ঠান।

 

শ্রোতারা বেতার অনুষ্ঠানগুলো কী কী আঙ্গিকে শুনতে পান :
সংবাদ বুলেটিন, নিউজরিল, কথিকা, আলোচনা, কথোপকথন, সাক্ষাৎকার,            
প্রামাণ্য প্রতিবেদন, ধারাভাষ্য, সরাসরি সম্প্রচার, গান, গীতিনকশা, গীতিআলেখ্য, নাটক, যাত্রা, স্পট ড্রামা, শ্লোগান, সঙ্গীতালেখ্য, স্বাস্থ্য তথ্য, জিঙ্গেল, রেডিও ফিচার, ফোন-ই-অনুষ্ঠান,                    
জনগুর”ত্বপূর্ণ বিজ্ঞপ্তি/ঘোষণা, রেডিও কার্টুন, ম্যাগাজিন অনুষ্ঠান, উদ্বুদ্ধকরণ ও সচেতনামূলক গান, চিঠিপত্রের উত্তর।

 

প্রচার কার্যক্রমের ভাষাঃ
বাংলাদেশের শ্রোতাদের জন্য বাংলা ও  ইংরেজী ভাষায় অনুষ্ঠান প্রচার হয়। বহির্বিশ্ব কার্যক্রম থেকে বাংলা, ইংরেজী,  উর্দু, হিন্দী, আরবী ও নেপালী ভাষায় প্রতিদিন অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়া বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রে সে অঞ্চলের আঞ্চলিক ভাষার অনুষ্ঠান প্রচার করা হয়।


সংবাদ প্রচারের মাধ্যমে সেবা প্রদানঃ
কেন্দ্রীয় বার্তা সংস্থা ও সকল আঞ্চলিক কেন্দ্র থেকে মোট ৬৭টি বুলেটিন প্রতিদিন প্রচারিত হয়। সকল আঞ্চলিক কেন্দ্র স্থানীয় সংবাদ পরিবেশন করে থাকে। বাংলাদেশ বেতার থেকে দৈনিক প্রচারিত সংবাদ বুলেটিনের মধ্যে রয়েছে ৩৩টি প্রতিঘন্টার সংবাদ, ঢাকায় ট্রাফিক  চ্যানেলে    (৯৭.৬ এফ.এম) প্রতি আধ ঘন্টা পর পর ১৫টি সংবাদ শিরোনাম, ১টি ক্রীড়া সংবাদ, ১টি বাণিজ্য সংবাদ, ৭টি ইংরেজী সংবাদ এবং পাবর্ত্য চট্টগ্রামের স্থানীয় ৩টি প্রধান ক্ষুদ্র ণৃ-গোষ্ঠির জন্য ৩টি সংবাদ বুলেটিন প্রচারিত হয়। চট্টগ্রাম কেন্দ্র থেকে প্রতিদিন ৫মিনিট স্থিতির চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষায় এই সংবাদগুলি প্রচার করা হয় এবং তা বান্দরবান, রাঙ্গামাটি ও কক্সবাজার কেন্দ্র থেকে রীলে করা হয়।  বহির্বিশ্বে কার্যক্রমের প্রতিটি অধিবেশনে সংশ্লিষ্ট সকল ভাষায় সংবাদ বুলেটিন প্রচারিত হয়। এছাড়া বাংলাদেশ বেতারের ওয়েবসাইটে সকাল ৭টার বাংলা এবং সকাল ৮টার ইংরেজী সংবাদের টেক্সট ভার্সন প্রতিদিন আপডেট করা হয়

 

অনুষ্ঠান প্রচারের মাধ্যমে সেবা প্রদান :
     (ক) কৃষি বিষয়ক অনুষ্ঠান:
ক্স     কৃষকদের চাষাবাদের মৌসুমে বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয়ে আলোকপাত করা হয়।
ক্স     কৃষি বিষয়ক সর্বাধুনিক প্রযুক্তি কৃষকদের অবহিত করা হয়।
ক্স     সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণ ও যন্ত্রপাতি কোথায় পাওয়া যায় তা জানানো হয়।
ক্স     কৃষি ঋণ পাওয়ার উপায় জানানো হয়।
ক্স     বিভিন্ন শস্য, ফুল, ফল, শাক-সবজি চাষাবাদ ও মৎস্য ও পশু সম্পদ পরিচর্যা বিষয়ে পরামর্শ দেয়া হয়। উৎপাদিত কৃষি পণ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ সম্পর্কে অবহিত করা হয়।

 (খ)  জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক অনুষ্ঠান
ক্স     জনসংখ্যা সমস্যা সম্পর্কে জনগণকে সচেতন করা এবং সমস্যা সমাধানে উদ্বুদ্ধ করা।
ক্স     ¯ ^াস্থ্য বিষয়ক সমস্যা ও করণীয়, বিভিন্ন রোগের কারণ, প্রতিরোধ, প্রতিকার।
ক্স     স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা, স্যানিটেশন, নিরাপদ পানি ব্যবহার, টিকা দান, নিরাপদ মাতৃত্ব, শিশুদের মাতৃদুগ্ধ পান
     করানোর জন্য মায়েদের উৎসাহিতকরণসহ বিভিন্ন বিষয়ে শ্রোতাদের উদ্বুদ্ধ করা।


 (গ) শিশুদের জন্য অনুষ্ঠান:
ক্স     শিশুদের মুক্ত প্রতিভা বিকাশের জন্য এবং শিশুদের অংশগ্রহণে বিভিন্ন কেন্দ্র থেকে অনুষ্ঠান
   প্রচার করা।
ক্স     শিশু অধিকার সম্পর্কে শ্রোতাদের সচেতন করা।
           শিশুদের অনুষ্ঠান অংশগ্রহণের জন্য অনুষ্ঠানের নাম ও সময়সূচী:
ঢাকা-ক    কল-কাকলী    সকাল ৯-০৫ মিনিট(প্রতি শুক্রবার)
সিলেট    কিশলয়    সকাল ৯-১৫ মিনিট(প্রতি শুক্রবার)

  (ঘ) মহিলাদের জন্য অনুষ্ঠান:
ক্স     মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করে বিভিন্ন কেন্দ্র থেকে অনুষ্ঠান প্রচার করা।
ক্স     নারীর ক্ষমতায়ন প্রতিবন্ধকতাসমূহ দূর করার উপায় নিয়ে আলোচনা।
ক্স     জাতীয় উন্নয়নের মূলধারায় নারীর অংশগ্রহণের সুযোগ বৃদ্ধির উপায় জানানো।
ক্স     নারী শিক্ষা, নারীর প্রতি সহিংসতা অবসান, পরিবারে ও সমাজে নারী পুরুষের বৈষম্য হ্রাসের লক্ষ্যে উদ্বুদ্ধ করা।

   মহিলাদের জন্য অনুষ্ঠানের নাম ও সময়সূচী:

ঢাকা-ক    বহ্নিশিখা    বেলা ০২-৩৫মিনিট(শুক্রবার ব্যতিত প্রতিদিন)
সিলেট    ঘরোয়া        বিকেল ০৪-০৫মিনিট(প্রতি শনিবার)
    কিষাণী-কৃষি ষিয়ক অনুষ্ঠান    সন্ধ্যে০৬-০৫মিনিট(প্রতি শুক্রবার)
 

                

(ঙ) যুবগোষ্ঠির জন্য অনুষ্ঠান:  
ক্স     যুবকদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে উদ্বুদ্ধ করা।
ক্স    যুবকদের বিভিন্ন প্রতিভার বিকাশের সুযোগ করে দেয়া।
ক্স    বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের বিষয়ে পরামর্শ দেয়া।
  যুব সমাজের জন্য  অনুষ্ঠানের নাম ও সময়সূচী:
ঢাকা-খ    যুব তরঙ্গ    রাত: ৮০০ মিনিট (বুধ, বৃহস্পতি ও শনিবার)
    ইয়ুথ ফোরাম        রাত:৮-০০ মিনিট (মাসের ১ম শনিবার)
সিলেট    নব কল্লোল    বেলা ৩-০৫ মিনিট (প্রতি মঙ্গলবার)।

 (চ)  ক্ষুদ ণৃ-গোষ্ঠির জন্য অনুষ্ঠান:
বাংলাদেশ বেতারের নি¤œবর্ণিত কেন্দ্রগুলো থেকে উপজাতীয় ভাষায় সংশ্লিষ্ট          ক্ষুদ্র ণৃ-গোষ্ঠির শিল্পীদের অংশগ্রহণে বিভিন্ন অনুষ্ঠান প্রচার করা হয়।

ঢাকা-ক    সাল-গীত্তাল(গারো)    বিকেল ৫-১০মিঃ থেকে ৫-৪৫মিঃ(প্রতি শুক্রবার)
সিলেট    মৃদংগ(মনিপুরী)    বিকেল ৩-০৫মিঃ থেকে ৩-৩০মিঃ(প্রতি রবিবার)
চট্টগ্রাম    পাহাড়িকা    বিকেল ৪-০৫ মিঃ হতে ৫-০০(প্রতিদিন)
(চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষায়)
রাজশাহী    মাদল (সাঁওতাল)    বেলা২-৩০ মিঃ থেকে ৩-০০টা(প্রতি বুধবার)
রংপুর    মহুয়া(সাঁওতাল ও সাদ্রি)    বিকেল৩-৩০ মিঃ থেকে ৪-০০ টা(প্রতি মঙ্গলবার)
রাঙ্গামাটি    গিরিসুর(চাকমা)    বিকেল৩-১৫ মিঃ থেকে ৩-৩৫ পর্যন্ত(প্রতিদিন)
কক্সবাজার    রাখাইন ও মারমা গান    বিকেল৩-১০মিঃ থেকে ৪-০০টা পর্যন্ত(প্রতি বুধবার)
বান্দরবান    বনকুঁড়ি(চাকমা,মারমা)    বিকেল ৪-০৫ মিঃ থেকে ৪-১৫ মিঃ
(মাসের প্রথম রবিবার)
ঠাকুরগাঁও    শাল-পিয়াল (সাঁওতাল)    বিকেল ৪-৩০ মিঃ থেকে
(মাসের প্রথম ও তৃতীয় রবিবার)

(ছ) শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান :
স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এসব অনুষ্ঠানে তাদের প্রতিষ্ঠানের মাধ্যমে দলীয়ভাবে অংশগ্রহণ করে। স্কাউট সদস্যগণ দলীয়ভাবে তাদের প্রতিষ্ঠানের মাধ্যমে বেতার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে। শিক্ষার্থীদের জন্য বিষয়ভিত্তিক শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে শিক্ষক এবং শিক্ষার্থীগণ অংশগ্রহণ করে থাকে।


  শিক্ষার্থীদের জন্য  অনুষ্ঠানের নাম ও সময়সূচী:
ঢাকা-ক    শিক্ষার্থীদের আসর    বিকেল ৫-১০ মি:(শুক্র, শনি ও রবিবার ব্যতীত প্রত্যহ)
    ইংলিশ ফর টুডে    বিকেল ৫-৩০মিঃ(সোম,মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার)
সিলেট    শিক্ষাঙ্গন     বিকেল: ৫-১০মিনিট (রবি-বৃহস্পতিবার)

 (জ) সংগীত
রবীন্দ্র সঙ্গীত,নজর”ল সঙ্গীত, পল্লীগীতি, দেশের গান, আধুনিক গান, লালনগীতি,      উচ্চাংগ সংগীতসহ বিভিন্ন ধরনের সংগীত দিনব্যাপী প্রচারিত হয়। বেতারের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান গান। শ্রোতাদের পছন্দের গান নি¤œবর্ণিত অনুষ্ঠানগুলিতে প্রচার করা হয়।

ঢাকা-ক    নিবেদন     রাত : ১০টা(প্রতি রবিবার)
    আমার প্রিয় গান    রাত : ১০টা (প্রতি বৃহস্পতিবার)
সিলেট    অনুরাগ    রাত :১০টা (প্রতি শনিবার)


পছন্দের গান শুনতে হলে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রযোজক বরাবর গানের প্রথম লাইন ও শিল্পীর নাম উল্লেখ করে পত্র/ফ্যাক্স/ই-মেইল প্রেরণ করতে হয়। বিভিন্ন দেশের, বিভিন্ন ভাষার গান নিয়ে ওয়ার্ল্ড মিউজিক প্রচার করা হয়।
বিভিন্ন অনুষ্ঠানের প্রয়োজনে পত্র যোগাযোগের ঠিকানা:
( -----অনুষ্ঠানের নাম----------)
প্রযোজক
প্রযতেœ: আঞ্চলিক পরিচালক
বাংলাদেশ বেতার----------- (সংশ্লিষ্ট কেন্দ্রের নাম)।
 

(ঝ) বিনোদন :
শিল্পীদের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ বেতার গুরুত্ব¡পূর্ণ ভূমিকা পালন করে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান শিল্পীদেরকে বাছাই করে তাদেরকে নিয়মিত বেতার অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ করে দিয়ে তাদের প্রতিভা বিকাশে ভূমিকা রাখে।  এছাড়াও বিভিন্ন ম্যাগাজিন অনুষ্ঠান, টকশো, ফোন-ইন-প্রোগ্রাম ও বহিরাঙ্গন-এর মাধ্যমে সাধারণ শ্রোতাদের তথ্য ও বিনোদনের ব্যবস্থা করা হয়।  এছাড়া সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার প্রচার করা হয়।



৯।  বাংলাদেশ বেতার বিনামূল্যে যে সকল সেবা প্রদান করে :

ক) নিখোঁজ ব্যক্তি সম্পর্কে হারানো বিজ্ঞপ্তি প্রচারে করণীয় :
অসাবধানতা বশতঃ অনেকের প্রিয় সন্তান, শিশু-কিশোররা হারিয়ে গেলে সেক্ষেত্রে প্রথমে সংশ্লিষ্ট থানায় ডায়েরী করতে হয়। ডায়েরীর কপিসহ বেতারের নির্ধারিত ফরমে আবেদন করলে আবেদপত্র প্রাপ্তির এক কর্মদিবসের মধ্যে বিনামূল্যে নিখোঁজ সংবাদ প্রচার করা হয়। সম্ভব না হলে দুই কর্মদিবসের মধ্যে অবশ্যই প্রচার করা হয়। নির্ধারিত ফরম বিনামূল্যে বাংলাদেশ বেতারের বিভিন্ন কেন্দ্র থেকে বাংলাদেশ বেতারের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যায়। এছাড়া স্বরাষ্ট মন্ত্রণালয় থেকে প্রাপ্ত নারী, পুর”ষ ও শিশু-কিশোর নিখোঁজ  ব্যক্তিদের সংবাদও বাংলাদেশ বেতার প্রচার করে থাকে।

(খ) মমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে রক্তদানের বিজ্ঞপ্তি প্রচারে করণীয় :
      সংশ্লিষ্ট রোগীর রক্ত সঞ্চালনের জন্য চিকিৎসা প্রতিষ্ঠান/হাসপাতাল/বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক প্রদত্ত চাহিদাপত্রের কপিসহ বাংলাদেশ বেতারের যে কোন কেন্দ্রে রোগীর পক্ষ থেকে তার প্রতিনিধি সাদা কাগজে আবেদন করলে যথাসম্ভব শিঘ্র বিজ্ঞপ্তি প্রচারের ব্যবস্থা নেয়া হয়।

(গ) জনস্বার্থ সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি :
           পাবলিক সার্ভিস কমিশন প্রদত্ত নিয়োগ বিজ্ঞপ্তি, আই এস পি আর কর্তৃক প্রদত্ত বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি, শিক্ষা প্রতিষ্ঠানসমূহের গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি, যানবাহনের সময়-সূচী, বিভিন্ন শহরের উল্লেখযোগ্য অনুষ্ঠান প্রচারের জন্য সংশ্লিষ্ট কেন্দ্র/ ইউনিটের আঞ্চলিক পরিচালক/পরিচালক বরাবরে বিজ্ঞপ্তি প্রেরণ করলে যথাসম্ভব শিঘ্র তা প্রচারের ব্যবস্থা নেয়া হয়।

(ঘ) বেতারে তালিকাভুক্ত শিল্পী হওয়ার জন্য করণীয়:

দেশের শহর, গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে অনেক সুপ্ত প্রতিভাবান শিল্পী রয়েছেন, বাংলাদেশ বেতার এসব প্রতিভাবান শিল্পীদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে প্রতিটি কেন্দ্র বছরে দু’বার কন্ঠস্বর পরীক্ষার আয়োজন করে থাকে। এ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে বেতারের তালিকাভুক্ত শিল্পী হওয়া যায়। তালিকাভুক্ত শিল্পীগণকে শ্রেণী অনুযায়ী বেতারের নির্ধারিত শিল্পী-সম্মানী কাঠামো অনুসারে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য চুক্তিবদ্ধ করা হয় এবং সম্মানী প্রদান করা হয়। প্রত্যন্ত অঞ্চলের তালিকাভুক্ত শিল্পীদেরকে সংশ্লিষ্ট কেন্দ্রে বেতার অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য যাতায়াত ভাতা প্রদান করা হয়। কন্ঠস্বর পরীক্ষার মাধ্যমে সাধারণতঃ গ-শ্রেণীতে তালিকাভুক্ত শিল্পী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তালিকাভুক্ত শিল্পী হতে হলে করণীয় নি¤েœ উপস্থাপন করা হলো:
১.    সংগীত শিল্পী:
ক্স     রবীন্দ্র নজর”ল সঙ্গীতের ক্ষেত্রে বেতার নির্ধারিত ১৫টি গান এবং শিল্পীর জানা ১৫টি গানের তালিকা প্রদান করতে হয়।  এছাড়া  দেশের গান ও আধুনিক গান ও পল্লীগানের ক্ষেত্রে শিল্পীর জানা ৩০টি গানের তালিকা আবেদন পত্রের সাথে যুক্ত  করতে হয়, সংশ্লিষ্ট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক/ পরিচালক বরাবর সাদা কাগজে আবেদন করতে হয়। আবেদনপত্রের সাথে কোন ফি/টাকা জমা দিতে হয় না। তবে আবেদনের সাথে নাগরিকত্ব সনদপত্র, ২ কপি পাসর্পোট আকারে ছবি এবং শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (যদি থাকে) জমা দিতে হয়। আবেদন পত্রে উল্লেখিত ঠিকানায় পত্র প্রেরণ করে কন্ঠস্বর পরীক্ষার জন্য শিল্পীকে আমন্ত্রণ জানানো হয়। শিশু শিল্পীর ক্ষেত্রে উপানুচ্ছেদ(১)-এ বর্ণিত গানের তালিকা প্রদানের প্রয়োজন নেই।তালিকাভুক্ত শিল্পীদেরকে নির্ধারিত শিল্পী-সম্মানী কাঠামো অনুযায়ী অনুষ্ঠানের জন্য চুক্তিবদ্ধ করে সম্মানী প্রদান করা হয়।  

    ২.  নাট্যশিল্পী ও ঘোষক/ঘোষিকা:
   আবেদনকারীকে কমপক্ষে এইচ এস সি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং শুদ্ধ উচ্চারণ ও সুকন্ঠের অধিকারী/ অধিকারিণী হতে হয়। সংশ্লিষ্ট আঞ্চলিক পরিচালক/পরিচালক বরাবর সাদা কাগজে আবেদন করতে হয়। আবেদনপত্রের সাথে কোন ফি/টাকা জমা দিতে হয় না। তবে আবেদনের সাথে নাগরিকত্ব সনদপত্র ২ কপি পাসর্পোট আকারের ছবি এবং শিক্ষাগত যোগ্যতার সনদপত্র জমা দিতে হয়। আবেদনপত্রে উল্লেখিত ঠিকানায় পত্র প্রেরণ করে কন্ঠস্বর পরীক্ষার জন্য শিল্পীকে আমন্ত্রণ জানানো হয়। শিশু-কিশোরদের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অভিভাবকদের সম্মতিক্রমে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সুপারিশক্রমে       শিশু-কিশোর শিল্পীরা আবেদন করতে পারে। বছরে ২(দুই) বার কন্ঠস্বর পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়। তালিকাভুক্ত শিল্পীদেরকে নির্ধারিত শিল্পী-সম্মানী কাঠামো অনুযায়ী অনুষ্ঠানের জন্য চুক্তিবদ্ধ করে সম্মানী প্রদান করা হয়।

      ৩.  সংবাদ পাঠক/পাঠিকা:
আবেদনকারী/আবেদনকারিণীকে কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হয়। আবেদনপত্রের সাথে কোন ফি/টাকা জমা দিতে হয় না। তবে আবেদনের সাথে নাগরিকত্ব সনদপত্র, ২(দুই) কপি পাসর্পোট আকারের ছবি এবং শিক্ষাগত যোগ্যতা সনদপত্র (যদি থাকে) জমা দিতে হয়। আবেদনকারী/আবেদনকারিণীকে শুদ্ধ  উচ্চারণ ও সুকন্ঠের অধিকারী/ অধিকারিণী হতে হয়। সংশ্লিষ্ট আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক/পরিচালক, বার্তা বরাবর সাদা কাগজে আবেদন করতে হয়। আবেদনপত্রের ঠিকানা অনুযায়ী পত্র প্রেরণ করে কন্ঠস্বর পরীক্ষার জন্য ৬ মাসের মধ্যে শিল্পীকে আমন্ত্রণ জানানো হয় এবং নির্বাচিত হওয়ার সাথে সাথে সংবাদ পাঠক/ পাঠিকাদের জানিয়ে দেয়া হয়।  বছরে ২(দুই) বার কন্ঠস্বর পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়। তালিকাভুক্ত শিল্পীদেরকে নির্ধারিত শিল্পী-সম্মানী কাঠামো অনুযায়ী অনুষ্ঠানের জন্য চুক্তিবদ্ধ করে সম্মানী প্রদান করা হয়।

    ৪. গীতিকার:
নিজের লেখা ২৫টি গানের পান্ডুলিপিসহ সংশ্লিষ্ট আঞ্চলিক পরিচালক/পরিচালক বরাবর আবেদন করতে হয়। আবেদন করার ৬ মাসের মধ্যে নির্ধারিত বোর্ড কর্তৃক যোগ্যতা বিচার করে গীতিকার নির্বাচন করা হয় এবং নির্বাচিত গীতিকারকে সাথে সাথে পত্র দিয়ে জানানো হয়।গান প্রচারের সংখ্যা অনুযায়ী গীতিকার নির্ধারিত হারে রয়েলটি প্রাপ্য হন। যে কোন কেন্দ্রে তালিকাভুক্ত গীতিকারের গান সকল কেন্দ্র থেকে প্রচার করা হয়। বেতারের তালিকাভুক্ত গীতিকার ছাড়া অন্য কারও গান বেতারে প্রচার করা হয় না।

    ৫. সুরকার ও বাদ্যযন্ত্র:
        আবেদনকারীর গানের সুর, তাল ও লয় সম্পর্কে দক্ষতা থাকতে হয়। - সংশ্লিষ্ট আঞ্চলিক পরিচালক/পরিচালক বরাবর সাদা কাগজে আবেদন করতে হয়। আবেদন পত্রের সাথে কোন ফি/টাকা জমা দিতে হয় না। তবে আবেদনের সাথে নাগরিকত্ব সনদপত্র, ২ কপি পাসপোর্ট আকারের ছবি এবং শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (যদি থাকে) জমা দিতে হয়। আবেদন করার ছয় মাসের মধ্যে নির্ধারিত বোর্ড কর্তৃক পরীক্ষা গ্রহণ করে যোগ্য প্রার্থী নির্বাচন করা হয় এবং তাঁদেরকে তালিকাভুক্ত করা হয়। সুরকারদের অডিশনের সময় তাৎক্ষণিকভাবে নতুন গানের সুরারোপ করতে হয়। তালিকাভুক্ত সুরকারগণকে নির্ধারিত শিল্পী-সম্মানী কাঠামো অনুযায়ী সুর ও সংগীত পরিচালনার জন্য সম্মানী প্রদান করা হয়।

     ৬.  নাট্যকার:
নিজের লেখা নাটকের পান্ডুলিপিসহ আঞ্চলিক পরিচালক/পরিচালক বরাবর আবেদন করতে হয়। আবেদনপত্রের সাথে কোন ফি/ টাকা জমা দিতে হয় না। তবে সাদা কাগজে আবেদনের সাথে জাতীয় পরিচয় পত্র ও নাগরিকত্ব সনদপত্র ২ কপি পাসর্পোট আকারের ছবি এবং শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (যদি থাকে) জমা দিতে হয়।  নাটকের পান্ডুলিপি বেতারে প্রচার উপযোগী বিবেচিত হলে তাঁকে ছয় মাসের মধ্যে নাট্যকার হিসেবে তালিকাভুক্ত করা হয়।  নাটক প্রচারের সময় ও সংখ্যা শ্রেণী অনুযায়ী নাট্যকারকে রয়্যালটি প্রদান করা হয়।

     ৭.  কথক/আলোচক
শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, পেশাজীবিসহ সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ হতে হয়।উচ্চারণ ও উপস্থাপনার মানসম্মত হতে হয়। সংশ্লিষ্ট  বিষয়ে বেতারে প্রচার উপযোগী পান্ডুলিপি রচনায় সক্ষম হতে হয়। পান্ডুলিপি ও অনুষ্ঠানের অংশগ্রহণের জন্য নির্ধারিত হারে সম্মানী প্রদান করা হয়। বেতারের সংশ্লিষ্ট প্রযোজক/পরিচালক সরাসরি কথক/ আলোচকদের সাথে যোগাযোগ করে থাকেন। কোন বিশেষজ্ঞ বিশেষ কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইলে তিনি নিজে সংশ্লিষ্ট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক/ইউনিট প্রধানের সাথে যোগাযোগ করতে পারেন। পরস্পরের মধ্যে আলোচনাক্রমে সংশ্লিষ্ট ব্যক্তিকে অনুষ্ঠানে অংশগ্রহন করার সুযোগ দেয়া হয়।

(ঙ)  কোন বিষয় জানতে চাইলে :
কোন অনুষ্ঠানের বিষয়বস্তু, উপস্থাপনার মান, আঙ্গিক/কারিগরী মানসহ যে কোন বিষয়ে শ্রোতাদের মতামত বাংলাদেশ বেতার সর্বদা আহবান করে থাকে। এছাড়া শ্রোতারা কোন বিষয় সম্পর্কে জানতে চাইলে সংশ্লিষ্ট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক/পরিচালক অথবা সংশ্লিষ্ট  অনুষ্ঠানের প্রযোজক বরাবর পত্র প্রেরণ করতে হয়। পত্রের  উত্তর ২ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে প্রচারিত চিঠিপত্রের জবাব অনুষ্ঠানে দেয়া হয়। একটি বিষয়ে একাধিক পত্র থাকলে শুধুমাত্র প্রাপ্তি স্বীকার করা হয়।  

চিঠিপত্রের জবাবদানের অনুষ্ঠানের নাম ও প্রচার সময়:
ঢাকা-ক    সমীপেষু    রাত ৯-১৫ (প্রতি শনিবার)
সিলেট    নিবেদন    ৮-১০ মিঃ(প্রতি মাসের ২য় ও ৪র্থ শুক্রবার)

(চ)  শিশুদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হলে :
        শিশুকে বেতার অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ করে দিতে চাইলে শিশুকে সংশ্লিষ্ট  বিষয়ে পারদর্শী করে তুলতে হবে।তালিকাভুক্ত শিশুশিল্পী হওয়ার জন্য সংশ্লিষ্ট আঞ্চলিক পরিচালক/পরিচালক বরাবর সাদা কাগজে আবেদন করতে হয়। আবেদন পত্রের সাথে কোন ফি/টাকা জমা দিতে হয় না। তবে আবেদনের সাথে নাগরিকত্ব সনদপত্র, ২ কপি পাসপোর্ট আকারের ছবি এবং শিক্ষাগত যোগ্যতার সনদপত্র(যদি থাকে) জমা দিতে হয়। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তালিকাভুক্ত শিশু শিল্পীদের নির্ধারিত হারে সম্মানী প্রদান করা হয়।  তালিকাভুক্ত নয় এমন শিশু শিল্পীদের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য কচি-কাঁচার আসর/ছোটমণিদের আসর অংশগ্রহণের সুযোগ রয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট অনুষ্ঠানের প্রযোজক বরাবর পত্র লিখে অথবা সরাসরি যোগাযোগ করে সুযোগ গ্রহণ করা যেতে পারে।

(ছ) সংগীত শিক্ষার আসরে অংশগ্রহণ করতে করণীয় :
 শিশুকিশোরদেরকে সংগীত বিষয়ে পারদর্শী করে তোলার জন্য বেতারে সংগীত শিক্ষার আসর রয়েছে। অনুষ্ঠানে সংগীতে বিশেষ পারদর্শী ওস্তাদগণ সংগীতের তালিম দিয়ে থাকেন। অনুষ্ঠানটি সরাসরি বেতারে প্রচার করা হয় এবং এতে শিশুকিশোররা অংশগ্রহণ করতে পারে।

ঢাকা-ক    সংগীত শিক্ষার আসর    বেলা ১১-০৫ মিনিট(প্রতি শুক্রবার)
সিলেট    সারেগামা    বেলা ০২-৩০মিনিট(প্রতি সোমবার)
   এ অনুষ্ঠান থেকে অনেক শিল্পী পরবর্তীতে কন্ঠস্বর পরীক্ষার মাধ্যমে বেতারে তালিকাভুক্ত শিল্পী হিসেবে অন্তর্ভুক্ত হয়ে থাকেন।

(জ) সংবাদ প্রদান করতে চাইলে:
সরকারের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়/বিভাগ, আধা সরকারী প্রতিষ্ঠানের খবর তথ্য অধিদপ্তর, বাংলাদেশ সংবাদ সংস্থা ও অন্যান্য অনুমোদিত সংবাদ সংস্থার মাধ্যমে বাংলাদেশ বেতার গ্রহণ করে থাকে। এছাড়া যে কোন প্রেস বিজ্ঞপ্তি সরাসরি কেন্দ্রীয় বার্তা সংস্থার ফ্যাক্স নং- ০২-৮১১৩৩৫৯-এ প্রেরণ করা যাবে। এছাড়া দেশব্যাপী বাংলাদেশ বেতারের নগর/জেলা/উপজেলা সংবাদদাতাগণ সংশ্লিষ্ট অঞ্চলের গুরুত্বপূর্ণ খবর নিজেরাই সংগ্রহ করে থাকেন। জনগুরুত্ব সম্পন্ন যে কোন খবর প্রচারের জন্য  বা মতামত জানানোর জন্য নি¤েœবর্ণিত যেকোন কেন্দ্রে ফোনে শ্রোতারা যোগাযোগ করতে পারেন।

১। কেন্দ্রীয় বার্তা সংস্থা, ঢাকা: ০২-৮১১৫০৭২, ৮১১৫০৭৯
২। আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক, সিলেট :০৮২১-৭১৬২১৯

 

ব্যবসা করতে চাইলে :
বাংলাদেশ বেতার একটি সরকারী প্রতিষ্ঠান। সরকারের  প্রচলিত বিধি-বিধান ও আইন অনুযায়ী বাংলাদেশ বেতারের জন্য ক্রয় এবং যন্ত্রপাতি ও সরঞ্জাম সংগ্রহ করা হয়। সংশ্লিষ্ট ব্যবসায়ীগণ এ জন্য দরপত্র বিজ্ঞপ্তি বাংলাদেশ বেতারে ও সিপিটিইউ এর ওয়েবসাইট থেকে দেখতে পারেন এবং কোন তথ্য জানতে চাইলে সংশ্লিষ্ট  বিভাগে যোগাযোগ করতে পারেন।

 

 চাকুরি পেতে হলে :
        বাংলাদেশ বেতার একটি সরকারী প্রতিষ্ঠান। এতে মোট ২৭৫০টি অনুমোদিত পদ রয়েছে। এর মধ্যে ৬৬৬টি ১ম শ্রেণী, ১০২টি ২য় শ্রেণী, ৯৪৮টি ৩য় শ্রেণী এবং ১০২২টি ৪র্থ শ্রেণীর পদ রয়েছে। প্রথম শ্রেণীর পদসমূহ বিসিএস ক্যাডারভুক্ত, বিসিএস পরীক্ষার মাধ্যমে এ সকল পদে প্রার্থীদের নির্বাচিত করা হয়। ২য় শ্রেণীর পদে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয় এবং ৩য় ও ৪র্থ শ্রেণীর শূন্য পদে সরকারের অনুমতিক্রমে বিধি-বিধান মোতাবেক পত্রিকা এবং প্রচার মাধ্যমে বিজ্ঞপ্তি প্রচার করে নির্বাচনী পরীক্ষার মাধ্যমে লোক নিয়োগ করা হয়ে থাকে।

 

বাংলাদেশ বেতারের নির্ধারিত মূল্যের বিনিময়ে বিজ্ঞাপন প্রচার করতে করণীয় :
ক্স    বেতারের বাণিজ্যিক কার্যক্রমে সরাসরি অথবা তালিকাভুক্ত বিজ্ঞাপনী সংস্থার মাধ্যমে চুক্তিবদ্ধ হতে হয়।
ক্স    বিজ্ঞাপনের বক্তব্য মন্ত্রণালয়ের অনুমোদিত নীতিমালা অনুযায়ী বেতার কর্তৃক অনুমোদিত হতে হয়।
ক্স    বিজ্ঞাপন প্রচারে নির্ধারিত মূল্য অগ্রিম প্রদান করতে হয়। বিজ্ঞাপন প্রচারের হার সরকার কর্তৃক পুনঃনির্ধারণ করা হয়ে থাকে।
ক্স    বাংলাদেশ বেতার, ঢাকাসহ সকল আঞ্চলিক কেন্দ্রে বিজ্ঞাপন প্রচার করতে হলে বাণিজ্যিক কার্যক্রম, ১২১, কাজী নজরুল ইসলাম এভিনিউ, শাহবাগ, ঢাকায় যোগাযোগ করতে হয়।
ক্স    আঞ্চলিক কেন্দ্রের বিজ্ঞাপন প্রচারের জন্য সংশ্লিষ্ট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক-এর সাথে যোগাযোগ করতে হয়।
ক্স     বিজ্ঞাপনে উৎপাদন খরচ ও বিজ্ঞাপনে প্রচারের জন্য পৃথকভাবে নির্ধারিত আছে।
ক্স    বাংলাদেশ বেতারের সংবাদসহ সকল অনুষ্ঠানে এ বিজ্ঞাপন প্রচার করার সুযোগ আছে।
ক্স    স্পন্সর প্রাপ্তি সাপেক্ষে বাংলাদেশ বেতারে যে কোন খেলার ধারা-বিবরণী সরাসরি সম্প্রচার করা যায়।
বিস্তারিত জানতে নি¤œ ঠিকানায় যোগাযোগ করা যেতে পারে :
বিজনেস ম্যানেজার
বাণিজ্যিক কার্যক্রম
বাংলাদেশ বেতার
১২১, কাজী নজরুল ইসলাম এভিনিউ
ঢাকা-১০০০।
ফোন : ০২-৯৬৭৫৩২৬, ৮৬১০৫৯৪ মোবাইল : ০১৫৫২-৩২৪১৭৭
সিলেটে : আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার, মিরের ময়দান, সিলেট-৩১০০।
ফোন: ০৮২১-৭১২৮৫৯, ফ্যাক্স: ০৮২১-৭১০৮৯৪

 

 

বাংলাদেশ বেতারে ওয়েবসাইট :

       বাংলাদেশ বেতারের নিজস্ব একটি ওয়েবসাইট আছে যা সরকারের কেন্দ্রীয় ওয়েবসাইটের সাথে (তথ্য  মন্ত্রণালয়ের মাধ্যমে) সংযুক্ত। এটির  ধফফৎবংং হল : িি.িনবঃধৎ.মড়া.নফ। এই ওয়েবসাইটে বেতারের ইতিহাস, ঐতিহ্য এবং স্বাধীনতাযুদ্ধে তার গৌরবোজ্জ্বল ভূমিকার কথা এবং প্রচার কার্যক্রমের বিবরণী  রয়েছে। বেতারের সাথে যোগাযোগ, বেতারের বিভিন্ন অনুষ্ঠানে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ডিজিটাল ফরমেটে বিভিন্ন আবেদন ফরমসহ বিজ্ঞাপনের জন্য যাবতীয় তথ্যাদিও এই সাইটে সন্নিবেশিত আছে।

    এছাড়া বেতারের কভারেজ নেটওয়ার্ক, আন্তর্জাতিক কোন কোন সংস্থার সাথে সমম্বয়ের মাধ্যমে বেতার কার্যক্রম চালিয়ে যাচ্ছে তার প্রাত্যহিক সকাল ৭টার বাংলা ও ৮টার ইংরেজী সংবাদের   ফরমেটও এতে দেয়া হয়। উল্লেখ্য, বেতারের বিভিন্ন দরপত্র বিজ্ঞপ্তিও এই ওয়েবসাইটে পাওয়া যায়।

 

অভিযোগ:
       বর্ণিত সেবাসমূহ যথাসময়ে যথোপযুক্তভাবে না পাওয়া গেলে অথবা সময়মত কোন অনুষ্ঠান শোনা না গেলে বা অনুষ্ঠানের বিষয়বস্তু প্রকরণ ও কারিগরী বিষয় সম্পর্কে বাংলাদেশ বেতারের নি¤েœাক্ত দাপ্তরিক ই-মেইল/টেলিফোন এবং পত্র মারফত অভিযোগ গৃহীত হবে। শুধুমাত্র ই-মেইল ও পত্র মারফত প্রাপ্ত অভিযোগ সম্পর্কে অনধিক ১০ দিনের মধ্যে লিখিত উত্তর প্রদান করা হয়।
পদ/পদবী    ফোন নম্বর/ই-মেইল

মহাপরিচালক
    ফোন :  ০২-৯৬৬০০৩
ফ্যাক্স: ০২-৯৬৬২৬০০
ফমনবঃধৎ@নঃপষ.হবঃ

উপ-মহাপরিচালক(অনুষ্ঠান)     ০২-৮৬১৪৯৪১
উপ-মহাপরিচালক(বার্তা)    ০২-৮৬১৪৯৪৩
প্রধান প্রকৌশলী     ০২-৮১১৮৭৩৩৪
পরিচালক(প্রশাসন ও অর্থ)     ০২-৮৬১৬২৫৪
পরিচালক(অনুষ্ঠান)     ০২-৫৮৬১৩২০২
আঞ্চলিক পরিচালক, সিলেট    ০৮২১-৭১২৮৫৯
ফ্যাক্স: ০৮২১-৭১২৮৫৯
নবঃধৎ.ংুষযবঃ@মসধরষ.পড়স

আঞ্চলিক প্রকৌশলী, সিলেট    ০৮২১-৭১৬৫১৫
আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক,সিলেট    ০৮২১-৭১৭০৮৫
০৮২১-৭১৬২১৯
ডিউটি র”ম, সিলেট    ০৮২১-৭১৭০২৪

 

নোটিশ
  • করোনা ভাইরাসের সংক্রমণ মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে আগত সকল শিল্পী,কলাকুশলী এবং সেবাগ্রহিতাসহ সর্বস্তরের জনগণকে মাস্ক পরিধান সহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করা হল।
  • বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রে সঙ্গীত শিল্পীদের কণ্ঠস্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে।পরীক্ষায় অংশগ্রহণকারী শিল্পীদের পূর্নাঙ্গ তারিখ দেখতে অডিশন / গ্রেডেশন ফলাফলে ক্লিক করুন।
  • বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রে তালিকাভুক্ত সঙ্গীত শিল্পীদের শ্রেণি নির্ধারণের জন্য অনুমোদিত বোর্ড গত ০৯,১০,১১,১২,১৩/১২/২০১৮খ্রি. তারিখে শ্রেণী উন্নয়ন পরীক্ষা গ্রহন করে। বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ পরীক্ষায় অংশগ্রহণকারী শিল্পীদের মধ্য থেকে ৩২৪ জন শিল্পীকে বিষয় ভিত্তিক তাদের বিদ্যমান শ্রেণী থেকে উচ্চতর শ্রেণীতে উন্নয়নের সুপারিশ প্রদান করেন। বাংলাদেশ বেতার, সদর দপ্তরের ২৮-০৩-২০১৯খ্রিঃ তারিখে স্মরক নং- ১৫.৫৩.০০০০.০০৯.৩৮.০০৮.১৭-২২৬ জারিকৃত পত্রের মাধ্যমে উপরোক্ত সঙ্গীত শিল্পীদের শ্রেণী নির্ধারণ অনুমোদন করা হয়েছে। পূর্নাঙ্গ ফলাফল দেখতে অডিশন / গ্রেডেশন ফলাফলে ক্লিক করুন।
  • গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবে সকল শ্রোতা, শিল্পী ও কলাকুশলীদের সাথে বাংলাদেশ বেতার সিলেটের সহজ ও দ্রুততর পদ্ধতিতে যোগাযোগ সাধনের লক্ষ্য নিয়ে বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রের নিজস্ব ওয়েবসাইট যাত্রা শুরু করেছে।
  • লাইভ সম্প্রচার
    মানচিত্রে অবস্থান
    ক্যালেন্ডার

    প্রয়োজনীয় লিংকস